অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস–৯ বাজারে আসতে আরও কিছুদিন বাকি। তবে ৯ জুলাই উন্মুক্ত হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৯-এর পরীক্ষামূলক (বেটা) সংস্করণ। থাকছে সিরি, ম্যাপস এবং সার্চ টুলসে বড় ধরনের পরিবর্তন। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও ট্যাবলেটের জনপ্রিয় সব সুবিধার ওপর ভিত্তি করে অ্যাপলের এই নতুন অপারেটিং সিস্টেম তাই এসেছে গুরুত্বপূর্ণ ও বিস্তর পরিবর্তন। আইওএস–৯ নিয়ে এ আয়োজন।
সিনেট অবলম্বনে লিখেছেন মো. রাকিবুল হাসান
সিনেট অবলম্বনে লিখেছেন মো. রাকিবুল হাসান
বাড়বে ব্যাটারির ক্ষমতা
স্মার্টফোনের সবচেয়ে বড় দুর্বল দিক এর ব্যাটারির কম আয়ু। ফোন নির্মাতারা এটি বাড়াতে সব সময়ই ব্যর্থ। তবে অ্যাপলের আইওএস-৯-এ কম খরচের পাওয়ার মুডে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাপল বলছে, সেটিংসের যেকোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বা ভিজুয়াল ইফেক্ট না কমালে বা নিষ্ক্রিয় না করলেও ব্যাটারির চার্জ কমপক্ষে তিন ঘণ্টা পর্যন্ত থাকবে। অ্যাপল যদি এ সুবিধাটি সত্যিই দিতে পারে তাহলে এটি বড় কাজের কাজ হয়ে যাবে।
বুদ্ধিমতী সিরি স্পটলাইটকে নিয়ে
সাধারণ ডিজাইনের সিরি অ্যাপটি এখন আরও অসাধারণ কাজ করবে। আপনি তাকে স্থান এবং সময়বিষয়ক প্রশ্ন করতে পারবেন। যেমন ‘আমি বাড়ি পৌঁছানোর পর মাকে ফোন করার কথা আমাকে মনে করে দিও’ অথবা ‘গত সপ্তাহে তোলা সব ছবি আমাকে এখন দেখাও’ মুহূর্তের মধ্যেই সিরি আপনাকে তা দেখাবে। যখন আপনি হোম স্ক্রিনের স্পটলাইট সার্চ চালু করবেন তখন বেশি ব্যবহৃত নম্বর, সর্বশেষ ব্যবহৃত অ্যাপ, সর্বশেষ খবর সব জানতে পারবেন।
আরও উন্নত নোটস
নোটস সব সময়ের জন্যই অনেক কাজের অ্যাপ, তাই আইওএস-৯-এ নোটকে আরও শক্তিশালী করা হয়েছে। থাকছে দ্রুত চেক লিস্ট বানানোর সুবিধা, ইচ্ছেমতো ফরম্যাটিং ও ছবি যোগ করার সুযোগ। স্ক্রিবল প্যাডের পর্দায় আঙুল নাড়িয়ে প্রয়োজনীয় কথা লেখা যাবে। আবার কলম ও রং ব্যবহার করে সেটা সাজানো যাবে। সাফারি বা অন্য যেকোনো অ্যাপ থেকে লেখাগুলোকে শেয়ার বোতাম চেপে নোটসে নিয়েও কাজ করা যাবে।
আইপ্যাডে আছে বিশেষ চমক
যখন আইফোনের আইওএসে এত পরিবর্তন থাকছে, আইপ্যাডই বা বাদ থাকবে কেন? তাই আইপ্যাডেও থাকছে পরিবর্তন তবে সেটির জন্য সর্বশেষ যন্ত্রটি লাগবে। বিভক্ত পর্দায় দুই অ্যাপসকে পাশাপাশি চালানোর সুবিধা থাকছে ফলে সত্যিকারে মাল্টিটাস্কিং সুবিধাটি পাওয়া যাবে এতে। থাকছে স্লাইড ওভার নামের নতুন সুবিধা। আরও আছে ছবি থেকে ছবি দিয়েই ভিডিও বানানোর সুবিধা। কিবোর্ড কে ট্রাকপ্যাড হিসেবেও ব্যবহার করা যাবে।
সহায়তা
অ্যাপল বলছে, আইওএস-৯ তাদের যেকোনো যন্ত্রে চলবে। এমনকি আইপ্যাড এয়ার ২ এবং আইফোন ৪ এসেও নির্দ্বিধায় চলবে এটি।
কিবোর্ডেও পরিবর্তন
আগের সংস্করণে শিফট না চাপলেও সব অক্ষর বড় করে দেখাত, কিন্তু নতুনটাতে শিফট চাপলে অক্ষর বড় হবে না চাপলে ছোট থাকবে। ছোট পরিবর্তন হলেও অনেকের জন্য এটিও বেশ কাজে দেবে।
সংবাদের নিজস্ব ন্যাপ
অ্যাপলের অ্যাপ স্টোরে সংবাদের অসংখ্য অ্যাপ আছে। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমে তারা নিজস্ব সংবাদভিত্তিক অ্যাপ চালু করছে।
অ্যাপলের অ্যাপ স্টোরে সংবাদের অসংখ্য অ্যাপ আছে। কিন্তু নতুন এই অপারেটিং সিস্টেমে তারা নিজস্ব সংবাদভিত্তিক অ্যাপ চালু করছে।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আগামীতে নতুন টিউন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।
[টিউনটি কপি করা।] সূত্র: প্রথম আলো
0 comments:
Post a Comment