আমার সালাম নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে মোটামুটি ভাল আছি। আমি আপনাদের জন্য সব সময় নতুন কিছু শেয়ার করার জন্য তৎপর তাকি। তাই তারই ধারাবহিকতায় আজ আমি আপনার জন্য অসাধারণ ৫টি মোবাইল অ্যাপস শেয়ার করছি। যা স্মার্টফোন ব্যবহার করার জন্য অনেকটা কাজে আসবে। তো আর বিস্তারিত নয় এবার ফিরে আসি মুল আলোচনায়। তো এবার শুরু করা যাক।
অসাধারণ সেই ৫টি অ্যাপস সম্পের্ক বিস্তারিত জেনে নিন!!!
বন্ধুরা একটি কথা না বললে নয় অনেক সময় দেখা যায় যে আমাদের স্মার্টফোনে অপ্রয়োজণীয় ডকুমেন্ট বা ফাইল থাকে তার কারণে আপনার স্মার্টফোনটি স্লো হয়েগেছে। কিন্তু আপনি কোন সমাধান দিতে পারছেন না। তাই খুবই চিন্তা করছেন। এদিকে আমি আপনাদের যে অসাধারন ৫টি অ্যাপস এর মধ্যে যে কোন ১টি অ্যাপস যদি আপনার স্মার্টফোনে ইন্সষ্টল করা থাকে তাহলে তো আর কোন কথা থাকে না। অনায়াসে তা রিমুভ করতে পারবেন। আপনার স্মার্টফোনের মেমোরী ও র্যাম একই সাথে দুইটো বাঁচানো সম্ভব হবে। তাহলে ৫টি অ্যাপস সম্পর্কে নিচ থেকে জানুন।
১. মেমোরি ও ডিস্ক ক্লিনার প্রো (Memory & Disk Scanner Pro) :
iOS ডিভাইস ব্যবহার করলে এটি আপনার কারেন্ট মেমোরি ও ডিস্ক ইউসেজ বাঁচাবে। যদি আপনার স্মার্টফোনের কোন অপ্রয়োজনীয় অ্যাপস থাকে তাহলে আপনাকে জানিয়ে সেই অ্যাপসটি মুছে ফেলবে। একটি সিঙ্গেল জেস্ক ফাইলস অনায়াসে মুছে ফেলতে পারবে।
২. ক্লিন মাষ্টার (Clean Master) :
অ্যান্ড্রোয়েড ফোনের জন্য বাজারে যে ধরনের জ্যাস্ক ক্লিনার অ্যাপস রয়েছে, তার মধ্যে সেরা এই অ্যাপসটি। এই অ্যাপস আপনার স্মার্টফোনের টেম্প ফাইল মুছে র্যামের স্পীড বাড়িয়ে দেয় অ্যাপসটি। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেন, এই অ্যাপসটি ব্যাটারী ফোনের ব্যাটারিও ক্ষয় করে ফেলে।
৩. মোবাইল অ্যাসিসটেন্ট (Mobile Assistant) :
আপনার স্মার্টফোনের রিসোর্স বাড়ানো জন্য এই অ্যাপসটি অনেক কাজে লাগে। এই অ্যাপসটি আদতে ক্যাচে ক্লিনার হিসাবে কাজ করে।
৪. ক্যাচে ক্লিনার প্রো (Cache Cleaner Pro)
Windows Phone-এর জন্য সেরা ক্যাচে ক্লিয়ার অ্যাপ। আপনার ফোনে কতটা স্টোরেজ অবশিষ্ট রয়েছে, আর ‘ক্লিন’ করার পর কতটা খালি হবে- তার আগাম হিসেব জানিয়ে দেবে এই অ্যাপ। প্রতিটি অ্যাপ-টেম্প ফাইল মুছে ফেলার পর কতটা করে মেমোরি খালি হল- বলে দেবে এই অ্যাপস।
৫. স্টোরেজ ক্লিনার (Storage Cleaner)
Windows Phone-এর জন্য আরেকটি টেম্পোরারি ফাইল মুছে ফেলতে সাহায্য করবে এই অ্যাপ। একবার ট্যাপ করলেও যাবতীয় টেম্প ফাইল ডিলিট করে দেবে এই অ্যাপ।ছবি : ইন্টারনেট
আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment