প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দুটি স্মার্টফোনে ছবি তোলার সুবিধার ওপর বেশি গুরুত্ব দিয়েছে সনি। সি৫ আলট্রা স্মার্টফোনটির সামনে ও পেছনে উভয়দিকেই ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে সনি।
সনির এম ৫ স্মার্টফোনটিতে আরও বেশি মেগাপিক্সেলের ক্যামেরা রেখেছে সনি। স্মার্টফোনটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। তবে পেছনের ক্যামেরাটি ২১ দশমিক পাঁচ মেগাপিক্সেলের। এ ক্যামেরায় এক্সমুর আরএস সেন্সর থাকায় তা দিয়ে ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে। ফোনটির ব্যাটারি দুই হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ারের।
অ্যান্ড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমচালিত সনির ফোন দুটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে। বিশ্বের বিভিন্ন দেশের বাজারে চলতি মাসেই এ ফোন দুটি বিক্রি শুরু করবে সনি।
অবশ্য, এখনো ফোনগুলোর দাম সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
সূত্র: প্রথম আলো
0 comments:
Post a Comment