মিড রেঞ্জ বা মধ্যম সারির ফোনগুলোর ক্ষেত্রেও দাম কমিয়েছে স্যামসাং। ১৯ হাজার ৯০০ টাকা দামের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এখন পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ টাকায়। সাত হাজার ৯৯০ টাকা দামের গ্যালাক্সি এস নেক্সট পাওয়া যাবে ছয় হাজার ৯৯০ টাকায়। টাইজেন অপারেটিং সিস্টেমচালিত জেড ১ স্মার্টফোনটিরও দাম কমিয়েছে স্যামসাং। ছয় হাজার ৯০০ টাকা দামের ফোনটি এখন পাওয়া পাবে পাঁচ হাজার ৯৯০ টাকায়। গ্যালাক্সি কোর টু এখন কেনা যাবে নয় হাজার ৯৯০ টাকায়।
দেশে স্যামসাং স্টোরগুলোতে এখন বিশেষ অফারে স্যামসাংয়ের ফোন গুলো কেনা যাবে।
সুত্র প্রথম আলো, কপি পেষ্ট।
0 comments:
Post a Comment