কেমন আছেন বন্ধুরা। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমার এই টিউনটি লিখতে বসলাম। তো বন্ধুরা পোষ্ট শিরোনাম দেখে হয়তো বা নিশ্চয় বুঝতে পেরেছেন আমি আপনাদের কি শেয়ার করতে চেয়েছি। আর আমি আপনার মাইক্রোসফট এর একটি ব্রাউজার সফটওয়্যার নিয়ে। তো আর কথা নয় এবার ফিরে আসি মুল কাজের কথায়। তো এবার শুরু যাক।
অবশেষে দ্রুতগতির ব্রাউজারের দিকে নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে এজ নামের একটি ব্রাউজার তৈরির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্রাউজারটি গতির দিক থেকে গুগলের ক্রোম ও অ্যাপলের সাফারিকে হারিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট দাবি করেছে, তাদের করা বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় ক্রোম ও সাফারির চেয়ে এজ ব্রাউজারটিকে দ্রুতগতির হিসেবে দেখা গেছে।
বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে। উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণের সঙ্গে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লগে মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান গ্যাব আউল এজের পারফরম্যান্সের কথা জানিয়েছেন। তিনি জানান, এজ টিম উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন ব্রাউজার হিসেবে এজকে উন্মুক্ত করতে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গুগল-অ্যাপলের নিজস্ব জাভাস্ক্রিপ্ট বেঞ্চমার্কেই ক্রোম ও সাফারিকে গতিতে হারিয়ে দিয়েছে এজ। ওয়েবকিট সানস্পাইডার পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১২ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এটি। গুগল অকটেন পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এজ। অ্যাপল জেটস্ট্রিম পরীক্ষায় সাফারির চেয়ে ৩৭ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটি।
মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজের পারফরম্যান্সে তাঁরা খুশি। মাইক্রোসফটের এজ দিয়ে ব্যবহারকারীকে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলে জানান তাঁরা।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের এই দাবি সঠিক জলে ব্রাউজারের দুনিয়ায় ভালো কিছু ঘটতে যাচ্ছে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে।
এই ব্রাউজারটি মাইক্রোসফট-এর নতুন সংস্করণ উইন্ডোজ-১০ পাবেন।
অবশেষে দ্রুতগতির ব্রাউজারের দিকে নজর দিয়েছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় দিয়ে এজ নামের একটি ব্রাউজার তৈরির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্রাউজারটি গতির দিক থেকে গুগলের ক্রোম ও অ্যাপলের সাফারিকে হারিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট দাবি করেছে, তাদের করা বেঞ্চমার্ক সফটওয়্যার পরীক্ষায় ক্রোম ও সাফারির চেয়ে এজ ব্রাউজারটিকে দ্রুতগতির হিসেবে দেখা গেছে।
বেঞ্চমার্ক অবশ্য মাইক্রোসফটের নয়। অ্যাপল ও গুগলের নিজস্ব বেঞ্চমার্কে এজকে দ্রুতগতির ব্রাউজার হিসেবে দেখানো হয়েছে। উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণের সঙ্গে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করবে মাইক্রোসফট।
উইন্ডোজ ব্লগে মাইক্রোসফটের উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামের প্রধান গ্যাব আউল এজের পারফরম্যান্সের কথা জানিয়েছেন। তিনি জানান, এজ টিম উইন্ডোজ ১০ এর সঙ্গে নতুন ব্রাউজার হিসেবে এজকে উন্মুক্ত করতে এর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। গুগল-অ্যাপলের নিজস্ব জাভাস্ক্রিপ্ট বেঞ্চমার্কেই ক্রোম ও সাফারিকে গতিতে হারিয়ে দিয়েছে এজ। ওয়েবকিট সানস্পাইডার পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১২ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এটি। গুগল অকটেন পরীক্ষায় ক্রোমের চেয়ে ১১ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে এজ। অ্যাপল জেটস্ট্রিম পরীক্ষায় সাফারির চেয়ে ৩৭ শতাংশ দ্রুতগতির ফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন ব্রাউজারটি।
মাইক্রোসফটের কর্মকর্তারা বলছেন, এজের পারফরম্যান্সে তাঁরা খুশি। মাইক্রোসফটের এজ দিয়ে ব্যবহারকারীকে দ্রুতগতির ব্রাউজিং অভিজ্ঞতা দিতে কাজ করছেন বলে জানান তাঁরা।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, মাইক্রোসফটের এই দাবি সঠিক জলে ব্রাউজারের দুনিয়ায় ভালো কিছু ঘটতে যাচ্ছে। এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে।
0 comments:
Post a Comment