বন্ধুরা আপনারা সেহেরীর সময় আগত। তাই আপনারা আমার মনে ভাল আছেন। আর কয়েক ঘন্টার পরে সারা মুসলিম জাহানে পবিত্র ঈদুল ফিরত উৎযাবিত হবে। তাই আমি আপনাদের আপনজনকে শুভেচ্ছা জানানোর জন্য কিছু স্মার্ট ফোনের জন্য অ্যাপস শেয়ার করছি। আর আপনজনকে বিভিন্ন ভাবে ঈদের শুভেচ্ছা জানাতে মনটা সব সময় ব্যকুল থাকে। তাই আপনারা প্রিয়জনকে কোখন এসএমএস, চ্যাট, ভিডিও চ্যাট এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকেণ। সেই কারনে পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ আপনাদের জন্য ঈদ স্পেশাল কাশেকশন। তো নিচ থেকে আপনার ঈদ স্পেশান কানেকশনটি নিয়ে নিন।
ঈদ স্পেশাল কালেকশন স্মার্ট ফোনের জন্য কিছু অসাধারন অ্যাপস সংগ্রহ করে রাখুন!!
বিস্তারিত : বাংলা বাচাইকৃত স্ট্যাটাস কালেশন হচ্ছে এই অ্যাপ্লিকেশন। ১০ টি ক্যাটেগরিতে সাজানো আছে চমতকার সব স্ট্যাটাস। এক বাটনে ক্লিক করে কপি করে নিতে পারেন যে কোন স্ট্যাটাস। পেস্ট করুন যে কোন জায়গায়। এছাড়াও আছে শেয়ার বাটন। শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারবেন ফেসবুক, স্কাইপ, হোয়াটঅ্যাপ, ভাইবার, মেসেজ এর মত সব সোশিয়াল অ্যাপে। নতুন নতুন অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকুন।
বর্ণনা : এবার মাতৃভাষা, প্রাণের ভাষা বাংলায় প্রিয়জনকে পাঠান এসএমএস। বিভিন্ন উৎসবে প্রিয়জন বন্ধু বান্ধবকে আমরা এস এম এস পাঠাই। এবার সেটা হউক নিজের ভাষায়। চমৎকার সব এসএমএস বাছাই করে নিয়ে এসছি আপনাদের সামনে।
প্রতিটি এসএমএস এর নিচে রয়েছে মেসেজ পাঠানোর অপশন। যেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি মেসেজ বক্সে নিয়ে যাওয়া হবে। প্রিয় জনের নাম সিলেক্ট করে দিন আর পাঠিয়ে দিন অনায়েসে।
এ ছাড়াও রয়েছে " কপি " অপশন। যেখানে ক্লিক করলে মেসেজ কপি হয়ে যাবে। যা আপনি যেকোন জায়গায় পেস্ট করতে পারবেন। ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন। ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবেন প্রিয় জনকে।
৩. বাংলা এসএমএস, স্ট্যাটাস, কোটস-২০১৫
৪. বাংলা এসএমএস
বর্ণনা : এবার মাতৃভাষা, প্রাণের ভাষা বাংলায় প্রিয়জনকে পাঠান এসএমএস। বিভিন্ন উৎসবে প্রিয়জন বন্ধু বান্ধবকে আমরা এস এম এস পাঠাই। এবার সেটা হউক নিজের ভাষায়। চমৎকার সব এসএমএস বাছাই করে নিয়ে এসছি আপনাদের সামনে।
বিশেষ আকর্ষনঃ ঈদের বিশেষ এস এম এস ( Eid SMS )
প্রতিটি এসএমএস এর নিচে রয়েছে মেসেজ পাঠানোর অপশন। যেখানে ক্লিক করলে আপনাকে সরাসরি মেসেজ বক্সে নিয়ে যাওয়া হবে। প্রিয় জনের নাম সিলেক্ট করে দিন আর পাঠিয়ে দিন অনায়েসে।
এ ছাড়াও রয়েছে " কপি " অপশন। যেখানে ক্লিক করলে মেসেজ কপি হয়ে যাবে। যা আপনি যেকোন জায়গায় পেস্ট করতে পারবেন। ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবেন। ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবেন প্রিয় জনকে।
৫. ইংরেজি টু বাংলা এসএমএস
৬. বাংলা ডিজিটাল ঘড়ি
৭. ঈদের বিশেষ এসএমএস
৮. ইমেজ ঈদ মোবারক
আর মুসলিম জাহানের ঈদ মোবারক এর ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ থাকলে এখান থেকে আপনারা জানতে পারবেন।
তাহলে বন্ধরা আজ এই পর্যন্ত। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আর কোন ধরনের সমস্যা দেখা দিলে কমেন্ট করে জানাবেন। জবাব দেওয়ার জন্য সর্বদা তৎপর থাকবো। ইনসা আল্লাহ।
0 comments:
Post a Comment