আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার Blogger ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটা সাইটম্যাপ অ্যাড করবেন । সাইটম্যাপ কি, আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে সাইটম্যাপ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দিই । একটা সাধারণ ম্যাপ যেমন আপনাকে কোন নিদৃষ্ট লক্ষে পৌঁছাবার দিক নির্দেশনা দেয়। । ঠিক তেমনি একটি ওয়েবসাইট এর সাইটম্যাপ দিকনির্দেশনা দেয় সার্চ ইঞ্জিনের crawler কে । সাইটম্যাপের দ্বারাই সার্চ ইঞ্জিনের spider বুঝতে পারে একটি সাইটে কতগুলো নতুন পোষ্ট আছে এবং কতগুলো পোষ্ট ইন্ডেক্সড করা হয়েছে । সাইটে Sitemap যোগ করা খুবি জরুরী একটি বিষয়, বিশেষ করে SEO (Search Engine Optimization) এর ক্ষেত্রে । তাই আপনি যদি এখনো আপনার ব্লগের জন্য কোন সাইটম্যাপ Google Webmaster এ অ্যাড করে না থাকেন, তাহলে আর দেরি না করে নিচের ধাপ গুলো অনুসরণ করুন ।
সাইটম্যাপ অ্যাড করবার ধাপ সমূহঃ
১। প্রথমে আপনাকে আপনার Webmaster অ্যাকাউন্ট এ লগিন করতে হবে । এখানে ক্লিক করুন ।
২। ওয়েবমাস্টারের হোম পেজ আসলে আপনি যে সাইটের জন্য আপনি সাইটম্যাপ অ্যাড করতে চান সেটিতে ক্লিক করুন ।
৩। এবার ওই সাইটের ড্যাসবোর্ড থেকে Sitemap এ ক্লিক করুন ।
৪। এবার ডাইনপার্শের ADD/TEST SITEMAP বাটন এ ক্লিক করুন । এবার ছোট্ট একটা উইন্ডো ওপেন হবে । সেখানে আপনি আপনার সাইট/ব্লগের এড্রেস এবং তার পাশে একটা ফাকা বক্স দেখতে পাবেন ।
৫। ওই ফাকা বক্সে লিখুন "atom.xml" এবং Submit Sitemap এ ক্লিক করুন ।
৬। এবার আপনি একটা মেসেজ পাবেন Sitemap Submited । ওইখান থেকে refresh the page এ ক্লিক করুন । পেজটা রিফ্রেশ হলে আপনি আপনার ব্লগের সাইটম্যাপের ডেটা দেখতে পাবেন ।
মন্তব্যঃ
ব্যাস হয়েগেল আপনার ব্লগের জন্য গুগল ওয়েবমাস্টারে একটি সাইটম্যাপ সাবমিট করা । এবার আপনার সাইটকে ইনডেক্স করাটা সার্চ ইঞ্জিনের কাছে একটু সহজ হয়ে গেল এবং সেটাই আপনার সাইটকে এগিয়ে নিয়ে যাবে ।
0 comments:
Post a Comment