আশাকরি আপনারা সবাই কম বেশি SPAM শব্দটির সাথে পরিচিত । আপনি যদি কখনো আপনার ব্লগ/ওয়েবসাইটের SEO (Search Engine Optimization) নিয়ে কাজ করে থাকেন তাহলে আমি শিয়র যে আপ্নিও কম বেশি অন্যের ব্লগ/সাইটে SPAM করেছেন, যখন কমেন্টের মাধ্যমে আপনি আপনার ব্লগ/ওয়েবসাইটের জন্য Backlink বাড়াতে চেয়েছেন । তাই আপনি জানেন যে গোটা বিশ্বে আপনার মতো এমন অনেকে আছে যারা তাদের সাইটের ব্যাকলিঙ্ক বাড়াবার জন্য অন্যের সাইট SPAM করে চলেছে । তাই আপনার ব্লগের ক্ষত্রেও যদি এমনটি হয় যে, আপনার ব্লগটি স্পামার দ্বারা একটি বড় লিঙ্ক ফার্ম এ পরিণত হয়েছে এবং আপনি এর থেকে পরিত্রান চান । তাহলে আজকের পোষ্টটি আপনার জন্য একটা মাস্ট সি পোষ্ট । আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, কেঊ যদি আপনার ব্লগে কমেন্টের মাধ্যমে তাদের ব্যাকলিঙ্ক বাড়াতে স্পাম করে তাহলে আপনি কিভাবে Automatically (আপনাকে করতে হবে না, আপনার ব্লগই করবে) সেই লিঙ্ক গুলো রিমুভ করবেন । আপনারা অনেকেই হয়ত বিভিন্ন থার্ড পার্টির কমেন্ট সিস্টেম ব্যবহার করেন, যেমনঃ Facebook Comment Box, Disqus ইত্যাদি । তাদের ক্ষেত্রে বিষয়টি খুব বেশি জটিল না । কিন্তু আমার মত যারা blogger এর ডিফল্ট কমেন্ট সিস্টেম ব্যবহার করেন তারা কি করবেন ? যখন আপনার ব্লগে কেঊ তার ব্লগের লিঙ্ক দিয়ে কমেন্ট করবে ।
আমার আগের ব্লগে এরকম কিছু সমস্যায় আমি ভুগেছিলাম । যদিও গুগল তাদের Spam চেকিং ট্যাঁ একটু কড়া করে দিয়েছে । যাতে করে খুব বেশি মাত্রায় কেউ স্পামিন করলে সেই Comment টি পাবলিস না হয়ে Spam ফোল্ডারে চলে যায় । কিন্তু একটু ভালো মানের কমেন্ট দ্বারা যদি Spamming করা হয় তাহলে সেটা গুগল ধরতে পারে না । গত ২-৩ দিন ধরে আমি লক্ষ করছি যে, আমার এই ব্লগটিতেও এরকম স্পামিং চলছে । তাই আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে যে উপায় টি অবলম্বন করেছি আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি । আশাকরি আপনারাও উপকৃত হবেন ।
আমার আগের ব্লগে এরকম কিছু সমস্যায় আমি ভুগেছিলাম । যদিও গুগল তাদের Spam চেকিং ট্যাঁ একটু কড়া করে দিয়েছে । যাতে করে খুব বেশি মাত্রায় কেউ স্পামিন করলে সেই Comment টি পাবলিস না হয়ে Spam ফোল্ডারে চলে যায় । কিন্তু একটু ভালো মানের কমেন্ট দ্বারা যদি Spamming করা হয় তাহলে সেটা গুগল ধরতে পারে না । গত ২-৩ দিন ধরে আমি লক্ষ করছি যে, আমার এই ব্লগটিতেও এরকম স্পামিং চলছে । তাই আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে যে উপায় টি অবলম্বন করেছি আজকে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি । আশাকরি আপনারাও উপকৃত হবেন ।
উদাহরণঃ
এটা হচ্ছে একটা jQuery কোড ইউজ করে আপনার ব্লগের কমেন্টের Clickable লিঙ্ক কে Unclickable করে তোলা । যেমনঃ
ধরুন আপনার ব্লগে কেঊ এভাবে কমেন্ট করল "Nice <a href="http://asobondhuaso.blogspot.com/">Post</a>" । স্বাভাবিক ভাবে Post লেখাটি clickable হবে এবং প্রদত্ত লিঙ্ক এ প্রবেশ করবে ।
কিন্তু আপনি যদি আজকের এই ট্রিকটি ইউজ করেন তাহলে কেঊ যদি আগের কমেন্টের মত সেম (Nice <a href="http://asobondhuaso.blogspot.com/">Post</a>) কমেন্ট করে । তাহলে আর Post লেখাটি clickable না হয়ে সিম্পল text এ পরিণত হবে ।
এটা হচ্ছে একটা jQuery কোড ইউজ করে আপনার ব্লগের কমেন্টের Clickable লিঙ্ক কে Unclickable করে তোলা । যেমনঃ
ধরুন আপনার ব্লগে কেঊ এভাবে কমেন্ট করল "Nice <a href="http://asobondhuaso.blogspot.com/">Post</a>" । স্বাভাবিক ভাবে Post লেখাটি clickable হবে এবং প্রদত্ত লিঙ্ক এ প্রবেশ করবে ।
কিন্তু আপনি যদি আজকের এই ট্রিকটি ইউজ করেন তাহলে কেঊ যদি আগের কমেন্টের মত সেম (Nice <a href="http://asobondhuaso.blogspot.com/">Post</a>) কমেন্ট করে । তাহলে আর Post লেখাটি clickable না হয়ে সিম্পল text এ পরিণত হবে ।
তাহলে শুরু করা যাক...
১। আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগিন করুন ।
২। ড্যাসবোর্ড এর ড্রোপডাউন মেনু থেকে Template সিলেক্ট করে Edit HTML এ ক্লিক করুন ।
৩। ctrl+f চেপে </body> এই কোডটি সার্চ করুন ।
৪। এবার সার্চ করা কোডটির (</body>) ঠিক উপরে নিচের কোডটি কপি করে পেস্ট করুন ।
<script src='https://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.8.3/jquery.min.js'/>
<script>$('.comment-content a[rel$=nofollow]').replaceWith(function(){return ($(this).text());});</script>
- যদি লাল মার্ক করা কোডটি আগে থেকেই আপনার Template এ থেকে থাকে তাহলে ওইটি বাদ দিয়ে শুধু নিচের কোডটি কপি পেস্ট করুন ।
৫। এবার টেম্পলেটটি Save করুন, ব্যাস আপনার কাজ শেষ । এবার কেঊ আপনার ব্লগে লিঙ্ক দিয়ে কমেন্ট করলে সেটি লিঙ্ক না শো করে শুধু সিম্পল টেক্সট হিসাবে শো করবে ।
0 comments:
Post a Comment