কেমন আছেন বন্ধুগণ। আশা করি নিশ্চয় আপনারা সকলে ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভাল আছি। আর বন্ধুরা আপনা সকলে জানেন বিগত ২৯শে জুলাই মাইক্রোসফট তাদের সর্বশেষ সংস্করন উইন্ডোজ-১০ সকলের জন্য উন্মুক্ত। তবে এদিকে কথা না বাড়িযে ফিরে আসি মুল কাজের কথায় । তো শুরু করা যাক।
ইতোমধ্যেসাড়ে ৭ কোটিরও বেশি ডিভাইসে এটি ইনস্টল করা হয়েছে।
উইন্ডোজ-১০ এর যেমন এক পসরা সুবিধা রয়েছে, তেমনি রয়েছে অসুবিধাও। আর এই অসুবিধা নিয়েই যতো বিপত্তি।
অসুবিধাহলো- উইন্ডোজ-১০ আপনার সার্চিংয়ের ওপর গোয়েন্দাগিরি করতে পারবে। গোপনীয়তা ও গোয়েন্দাগিরির জন্য উইন্ডোজ-১০ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অনেকে। এমনকি রাশিয়ার বিভিন্ন সংস্থা এবং সংসদ সদস্য এর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে।
তবেএই সমস্যা থেকে উত্তোরণের উপায়ও উইন্ডোজ-১০-এ রয়েছে।
উইন্ডোজ-১০ মূলত সার্চ ফিচার হিসেবে কর্টানা (সফটওয়্যার) ব্যবহার করছে। আপনি যদি চান, আপনার পিসিতে উইন্ডোজ-১০ এর মাধ্যমে সার্চ করবেন না। তাহলে আপনাকে কর্টানা বন্ধ করতে হবে। তাহলে কিভাবে সার্চের সময় কর্টানা বন্ধ রাখবেন সে উপায় নিয়েই এ আলোচনা।
আপনিযেসব ডাটা সার্চ করছেন উইন্ডোজ-১০ যেন সেগুলোর ওপর গোয়েন্দাগিরি করতে না পারে সেজন্য মাইক্রোসফটের ব্যবহৃত কর্টানা ডিসএবল করতে হবে। আর এজন্য চারটি সিম্পল স্টেপ ফলো করতে হবে।
১. সার্চ মেন্যু মেনু ওপেন করতে কম্পিউটারের টাস্কবারে থাকা সার্চ আইকন বা সার্চ টেক্সট বক্সে ক্লিক করুন।
২. নোটবুক আইকনে ক্লিক করে পরে সেটিংসে ক্লিক করতে হবে।
৩. এবার কর্টানা বন্ধ করতে টগল বাটনে ক্লিক করুন।
৪. সর্বশেষ একই পেজে থাকা অপর টগল বাটনে ক্লিক করে কর্টানা ফিচার বন্ধ করতে হবে।
একবারসফলভাবে ফিচারটি বন্ধ করতে পারলে দেখতে পাবেন আপনার কম্পিউটারের স্টার্ট মেনুটি আগের মতো অগোছালো নেই। সেইসঙ্গে আপনার সার্চ করা ফাইলের নাম দেখাবে এবং তা কম্পিউটারে সংরক্ষণ হবে।
সূত্র: আলোকিত বাংলাদেশ
0 comments:
Post a Comment