সবাই কেমন আছেন? জানি ভালো আছেন, তারপরেও জিজ্ঞেস করলাম। আপনারাতো আর আমার খোজ নিবেননা, তাই আমিই আপনাদের খোজ নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম।
উফ্ অনেক ফাও প্যাচাল পারলাম। আসলে শুরু করবো কি দিয়ে তা বুঝে উঠতে পারছিলামনা। যাইহোক আজকে আমি আপনাদের সাথে লেটেস্ট Kaspersky 2016 শেয়ার করতে যাচ্ছি। সাথে বোনাস হিসেবে থাকছে প্রায় দুই বছরের জন্য লাইসেন্স কি একদম বিনামূল্যে। আমি জানি এই কথা শুনার পর আপনি লাফিয়ে উঠছেন :) এতো লাফানোর কিছু নাই, আগে ঠিকমত কাজটা করে নিন।
প্রথমে নিচের লিঙ্ক থেকে প্রয়োজনীয় ফাইলগুলো নামিয়ে নিন-
সেট-আপ ফাইল নামাতে এখানে ক্লিক করুন
প্যাচ ফাইল নামাতে এখানে ক্লিক করুন
আশা করি সফলভাবে ফাইলদুটো নামাতে পেরেছেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন:)
এবার সেট-আপ ফাইল ইনস্টল দিন
এবার Self Defense অপশনটা অফ করুন- এজন্য প্রথমে Kaspersky ওপেন করুন, তারপর Setting এ যান, তারপর Additional এ যান, তারপর Self-Defence > Uncheck করে বেরিয়ে পরুন।
এবার প্যাচ ফাইলটা Extract করুন, তারপর Kaspersky ওপেন করে সেটিং(General) এ যান, তারপর Manage Settings এ গিয়ে Import setting এ ক্লিক করে extract করা Setting KIS 2016.cfg ফাইলটা দেখিয়ে দিয়ে ওকে করুন ।
অবশেষে টাস্কবারে গিয়ে kaspersky Exit করে দিন।
এবার Extract করা ফোল্ডারে গিয়ে HostBlocker ফাইলটা ওপেন করুন( অবশ্যই Run as a Admin).
ঐ প্রোগ্রামটা চালু হওয়ার পর, KRT ফাইলতা ওপেন করুন, চালু হওয়ার পর Ctrl+Alt একসাথে চেপে ধরুন। তাহলে নিচের মতো দেখতে পারবেন-
এবার Active এ ক্লিক করুন।
Now, you are Done !!
আগামি ৭২৯ দিন আপনাকে আর kaspersky নিয়ে কোনো চিন্তা করতে হবেনা।
আমার মতো যারা টাকার অভাবে kaspersky ব্যাবহার করননা, তারা নিশ্চিন্তে ব্যাবহার করতে থাকুন kaspersky. আর পারলে একটা চকোলেট কিনা খাইয়েন আমার নামে-
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারন। আর ভালো লাগলে অবশ্যই ধন্যবাদ দিতে কিপটামি করবেননা।
তথ্য: অনলাইন
0 comments:
Post a Comment