কেমন আছেন বন্ধুরা। আমি বিশ্বাস করি আপনারা সকলে এই বিশাল প্রযুক্তি নির্ভন দুনিয়ায় আপনারা সকলে ভাল আছেন। আর আমি এই প্রযুক্তিকে ভাল বেসে মোটামুটি ভাল আছি। সেই জন্য আমি রাতের পর রাত নতুন কিছু টিউনস উপহার দেওয়ার জন্য সর্বদা ব্যকুল থাকি। কিন্তু তারই ধারাবাহিকতায় আপনাদের জন্য বর্তমান সময়ে আলোচিত উইন্ডোজ-১০ নিয়ে সর্বদা প্রস্তুত। আসলে আমি আপনাদের যে বিষয় পরিস্কার ভাবে বলতে চেয়েছি সেটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো ভাল ভাবে মন দিয়ে বিষয়টি বুঝতে চেষ্টা করুন। আমরা সকলে কম আর বেশি স্মার্টফোন ব্যবহার করি। তো জানি না যে বর্তমান সময়ের সর্বাধিক ফিউচার বা তথ্য সমৃদ্ধ মাইক্রসফট এর সর্বশেষ সংস্করন উইন্ডোজ-১০ নিয়ে। এই সম্পর্কে বিস্তারিত জানুন ধাপে ধাপে।
জেনে নিন নুমিয়া ফোনে উইন্ডোজ-১০ পাবেন কি না?
যে লুমিয়া ফোনগুলোতে শুরুতেই উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেম (ওএস) হালনাগাদ করে নেওয়া যাবে তার একটি তালিকা প্রকাশ করেছে মাইক্রোসফট। শিগগিরই উইন্ডোজ ফোনে নতুন ওএস হালনাগাদ দিতে শুরু করবে প্রতিষ্ঠানটি। আপনার লুমিয়া ফোনটি মাইক্রোসফটের নতুন ওএস হালনাগাদের তালিকায় পড়েছে কি না তা মিলিয়ে নিতে পারেন।
প্রসঙ্গত, ২৯ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ ও এর পরবর্তী সংস্করণের পিসির জন্য বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করার সুবিধা দিতে শুরু করেছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, শুরুতে যে লুমিয়া ফোনগুলোতে উইন্ডোজ ১০ মোবাইল আসবে তার মধ্যে রয়েছে লুমিয়া ৪৩০, ৪৩৫, ৫৩২, ৫৩৫, ৫৪০, ৬৪০, ৬৪০ এক্সএল, ৭৩৫, ৮৩০ ও লুমিয়া ৯৩০।
নতুন উইন্ডোজের সঙ্গে নতুন অ্যাকশন সেন্টার ও এজ ব্রাউজার থাকবে।
প্রথম ব্যাচ হিসেবে ১০টি মডেলে ওএস হালনাগাদ দেওয়ার পরে অন্য মডেলগুলোর কথা চিন্তা করবে মাইক্রোসফট।
প্রসঙ্গত, ২৯ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ৭ ও এর পরবর্তী সংস্করণের পিসির জন্য বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করার সুবিধা দিতে শুরু করেছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, শুরুতে যে লুমিয়া ফোনগুলোতে উইন্ডোজ ১০ মোবাইল আসবে তার মধ্যে রয়েছে লুমিয়া ৪৩০, ৪৩৫, ৫৩২, ৫৩৫, ৫৪০, ৬৪০, ৬৪০ এক্সএল, ৭৩৫, ৮৩০ ও লুমিয়া ৯৩০।
নতুন উইন্ডোজের সঙ্গে নতুন অ্যাকশন সেন্টার ও এজ ব্রাউজার থাকবে।
প্রথম ব্যাচ হিসেবে ১০টি মডেলে ওএস হালনাগাদ দেওয়ার পরে অন্য মডেলগুলোর কথা চিন্তা করবে মাইক্রোসফট।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভাল থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
তথ্য : প্রথম আলো [আংশিক কপি করা]
0 comments:
Post a Comment