বন্ধুরা আমার সালাম নিবেন। আশা করছি নতুন বছরের এটা আমার সম্পূর্ন নতুন আঙ্কিকের নতুন ধরনের লেখা। এই্ পোষ্টটা আপনাদের কাজে লাগবে বিদায় আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা নতুন বছরের প্রথম দিন টা আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না তবুও এই সুন্দর পৃথিবীতে আমার মনের একটা বিশ্বাস আপনাদের সকলের ভাল লেগেছে। আর আপনাদের সকলে ভাল লাগাকে কেন্দ্র করে এবং আর প্রযুক্তি ভাল বেসে হাতে সময় না থাকলে তারপরও আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হই। এদিকে একটা বিষয় না বলনে নয় সেটা হলো আমদের প্রিয় ব্লগে নতুন কিছু যোগ করা। তারই নমুনা হিসাবে আমাদের প্রিয় ব্লগে একটা উড়ন্ত টুইটার বার্ড যোগ করবো। তো আজকের পোস্টটি দেখুন ধাপে ধাপে কেমন>>>>
আপনার ব্লগার ব্লগে কিভাবে যুক্ত করবেন।
- প্রথমে আপনার ব্লগার ব্লগে ড্যাশবোর্ড প্রবেশ করুন।
- তার পর আপনারা ডিজাইন লেআউট নিবার্চন করুন।
- আপনার টেমপ্লেট টি আগে ব্যাপআপ রাখুন।
- এবার আপনার ব্লগার ড্যাশবোর্ড >> ডিজাইন>> HTML Edit নির্বাচন করুন।
- Ctrl+F সার্চ করুন </body>
- নিচের কোডটুকু হুবাহু কপি পেষ্ট করুন।
<script src='http://bloggerblogwidgets.googlecode.com/files/way2blogging.org-tripleflap.js' type='text/javascript'>
</script>
<script type='text/javascript'>
var twitterAccount = "BloggingJagat";
var tweetThisText = " <data:blog.pageTitle/> : <data:blog.url/> ";
tripleflapInit();
</script>
- শুধুমাত্র BloggingJagat লিখাটি পরিবর্তন করে আপনার টুইটার একাউন্ট এর ইউজার নেম টি ব্যবহার করুন।
- টেমপ্লেটটি সেভ করুন। ব্যাস এবার আপনার কাজ শেষ। আপনার ব্লগ সাইটটি প্রিভিউ করে দেখুন কাজ হয়েছে।
সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকেরমত পোষ্ট করা হতে বিদায় নিলাম। আপনারা সকলে ভাল থাকুন এই কামনা করি। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment