বন্ধুরা আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি একান্তভাবে বিশ্বাস করি আপনারা সকলে এই পড়ন্ত বিকাল নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে বসে আছেন। তাই আমি আপনাদের কথা মাথায় রেখে ফেসবুকের নতুন এই টিপসটি শেয়ার করছি। আর যারা পুরাতন তারা তো অনেক আগ থেকে জানেন। এর আগে এই বিয়ষে বাংলা ভাষা কোন ব্লগ সাইটে যদি কেউ পোষ্ট করে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি এই পোষ্ট নতুন ব্লগারদের জন্য লেখা। তো আর কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে আসি। তাহলে শুরু করা যাক।
- আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
- তার পর আপনারা Drop Down Button ক্লিক করুন।
- Drop Down মেনু হতে Page layout ক্লিক করুন।
- Layout পেজটি ওপেন হওয়ার পরে Add gadgets বাটনে ক্লিক করুন।
- Add gadgets নিউ উইন্ডোজ ওপেন হবে এবং সেখান থেকে HTML/JavaScript বাটনে ক্লিক করুন।
- তার পরে পেজ টাইটেল ঘরটি ফাকা রেখে কন্টন্টে লেখা ঘরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করুন।
<center>
<div id='fb-root'/>
<script>
//<![CDATA[
(function(d, s, id) {
var js, fjs = d.getElementsByTagName(s)[0];
if (d.getElementById(id)) return;
js = d.createElement(s); js.id = id;
js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1&appId=550805105002906";
fjs.parentNode.insertBefore(js, fjs);
}(document, 'script', 'facebook-jssdk'));
//]]>
</script>
<div class="fb-recommendations" data-site="http://bloggingjogot.blogspot.com" data-action="likes, recommends" data-height="400" data-colorscheme="light" data-header="true"></div>
</div></center>
- কোড এর ভিতর লাল চিহৃ স্থানে আপনার ওয়েব সাইটে URL বসাবেন।
ব্যস এবার আপনার কাজ শেষ। আপনারা সকলে ভাল থাকুন এই কামনা করে ব্লগিং জগৎ হতে আজকের মত বিদায় জানাচ্ছি। আপনারা সকলে সার্বিক সুস্থতা কামনা করে লেখা হতে বিরত। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment