জল্পনা-কল্পনা চলছিল অনেক দিন ধরেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ আসছে ঠিকই কিন্তু এর নাম নিয়েই কেবল যা একটু সংশয় ছিল। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফটের আনকোরা নতুন এ অপারেটিং সিস্টেমের নাম হতে পারে উইন্ডোজ ৯, যা প্রতিষ্ঠানটির ভেতরে ‘থ্রেশোল্ড’ সাংকেতিক নামেই পরিচিত ছিল। অনেকে আবার বলাবলি করছিলেন, হয়তো নামের শেষে কোনো সংখ্যাই থাকবে না, শুধু উইন্ডোজ নামেই আসছে নতুন এই অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট গত ৩০ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকোর এক অনুষ্ঠানে শেষ পর্যন্ত একটা চমকই উপহার দিল। উইন্ডোজ ৯ নামটি রিসাইকেল বিনে ফেলে দিয়ে সরাসরি উইন্ডোজ ১০ ঘোষণা দিয়ে বসল। আর ঠিক এক দিন পরই ডেভেলপার, প্রফেশনাল এবং এন্টারপ্রাইজসহ আগ্রহী ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক (বেটা) সংস্করণ উইন্ডোজ ১০-এর কারিগরি প্রাক্-সংস্করণ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে মাইক্রোসফট।
নতুন এই অপারেটিং সিস্টেমটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন সুবিধাগুলো পরীক্ষামূলকভাবে যাচাই করে দেখতেই কেবল এটি নামিয়ে ইনস্টল করা যেতে পারে। ইমেজ ফাইল (আইএসও) আকারে এর প্রাক্-সংস্করণ নামানো যাচ্ছে। ভার্চুয়াল মেশিন বা সম্পূর্ণ নতুন ইনস্টল অথবা বর্তমানে চালু থাকা উইন্ডোজ ৮.১ থেকে হালনাগাদের মাধ্যমে উইন্ডোজ ১০ ইনস্টল করা যাবে। কিন্তু এখনই সেটি গুরুত্বপূর্ণ, পেশাগত বা ব্যবসায়িক কাজে সরাসরি ব্যবহার করা ঠিক হবে না। যেহতেু এটা পরীক্ষামূলক সংস্করণ, তাই এতে বিভিন্ন সফটওয়্যার ত্রুটি থাকতে পারে। প্রযুক্তি বিষয়ে আগ্রহী ব্যবহারকারীরা চাইলে এখনই এটি নামিয়ে এর স্বাদ নিতে পারবেন। উইন্ডোজ ১০ নামানো যাবে http://goo.gl/nLNujM ওয়েব ঠিকানা থেকে। এখান থেকে এর কি নম্বর সংরক্ষণ করে নিচে থাকা ইংরেজি ভাষার সারি থেকে নিজেদের সিস্টেমের ৩২ বা ৬৪ বিটের ধরন অনুযায়ী নামিয়ে কলামের নিচের লিংকে ক্লিক করে সরাসরি আইএসও আকারে নামানো যাবে। আবার উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ৩২ বিট (আকার ৩.১৬ গিগাবাইট) সরাসরি পাওয়া যাবে http://goo.gl/sMWJPx এবং ৬৪ বিট সংস্করণটি (আকার ৪.১ গিগাবাইট) পাওয়া যাবে http://goo.gl/dUTKop ঠিকানার ওয়েব লিংক থেকে।
উইন্ডোজপ্রেমীরা উইন্ডোজ ৮ সংস্করণের যেসব বিষয় নিয়ে হতাশ ছিল, তার সবই এখন উইন্ডোজ ১০ সংস্করণে চলে আসছে। সবচেয়ে বড় অভিযোগ ছিল, স্টার্ট মেনু না থাকা এবং ডেস্কটপের কি-বোর্ড মাউস দিয়ে সহজে ব্যবহারোপযোগী না থাকা। আর এখন মাইক্রোসফট যে পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে হয়তো ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন বা ট্যাবলেট সব ধরনের যন্ত্রে উইন্ডোজের একটি মাত্র প্ল্যাটফরম এবং অ্যাপ স্টোর থাকবে। ধারণা করা হচ্ছে, নতুন এই অপারেটিং সিস্টেমটি উইন্ডোজ সাতের মতোই সফল হবে।
0 comments:
Post a Comment