আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা নয় বিশ্বাস থেকে জন্ম নেওয়া ভালবাসার মাঝে বিচরন করতে আপনাদের সকলের মন চায়। আর তাই আমি আপনাদের সকলে মন আরো এক ধাপ চাংগা করতে এই মধ্য রাতে নতুন একটি টিপস নিয়ে হাজির হয়েছি। আমরা অনেক সময় যখন অন্যর ব্লগ সাইট ভিজিট করে থাকি তথন দেখা যায় যে প্রিন্ট ভার্সন নামে একটি অপশন দেখা যায়। কিন্তু আসলে এই মুডটি যে আামাদের প্রিয় ব্লগ যুক্ত করা যায় সেটা আমরা কোন ভাবে জানতাম না। তাই এখন থেকে কোন ভাবনা আমাদের ব্লগে Print version Mode যুক্ত করা সম্ভব। তাই আর কথা না বাড়িয়ে মুল কাজের কথা ফিরে আসি। দেখুন তাহলে >>>>
- প্রথমে আপনার এই সাইটে প্রবেশ করুন।
- তার পার আপনার উপরের ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
- সেখান থেকে আপনার প্রয়োজনীয় অপশন ব্যবহার করে ইন্সষ্টল বাটনে ক্লিক করতে হবে।
- শেষে আপনাদের নিচের কোড টুকু কপি করে আপনার ব্লগার টেমপ্লেট Edit HTML option পেষ্ট করুন।
<script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 0;var pfImageDisplayStyle = 'right';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfBtVersion='1';(function(){var js, pf;pf = document.createElement('script');pf.type = 'text/javascript';if('https:' == document.location.protocol){js='https://pf-cdn.printfriendly.com/ssl/main.js'}else{js='http://cdn.printfriendly.com/printfriendly.js'}pf.src=js;document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a href="http://www.printfriendly.com" style="color:#6D9F00;text-decoration:none;" class="printfriendly" onclick="window.print();return false;" title="Printer Friendly and PDF"><img style="border:none;-webkit-box-shadow:none;box-shadow:none;" src="http://cdn.printfriendly.com/pf-button-both.gif" alt="Print Friendly and PDF"/></a>
ব্যস এবার আপনার কাজ শেষ। আপনার ব্লগার পোষ্টে গিয়ে দেখতে পারেন।
এই দিকে আপনার ব্লগষ্পট সাইটে দুই Print version mode দুই ভাবে ব্যবহার করতে পারেন।
বন্ধুরা আপনার নিচের এই ধাপে আপনার ব্লগ সাইটে খুব সহজে Print version widget button যুক্ত করতে পারবেন। তাহলে ২য় ধাপ দেকুন
তার আপনারা নিচের ছবির মত একটি পেজ দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার ব্লগ সাইট নির্বাচন করুন।
ব্যস এবার অটোমেটিকভাবে আপনার ব্লগস্পট সাইটের ব্লগ পোষ্টে Print Version mode যুক্ত হবে যাবে। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment