আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি একান্তভাবে বিশ্বাস করি এই নিশি রাতে অনলাইনে সাথে যুক্ত সকল বন্ধুরা ভাল আছেন। আর আমিও আপনাদের দোয়া নিয়ে কোন রকম ভাল আছি। বন্ধু আপনারা সকলে এতক্ষণে হয় তো বা বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছে। আমরা সকলে আমাদের প্রিয় ব্লগ সাইটে সাইটম্যাপ ভিন্ন ভিন্ন ডিজাইনে দেখতে পাই। কিন্তু আসলে সেটা কিভাবে আপনার ব্লগে যুক্ত করতে সেটা জানেন না। কোন ভাবনা নেই আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার প্রিয় ব্লগে এই Accordian Table Contents সাইট ম্যাপ যুক্ত করবো। তাহলে আর কথা বা লেখা বিস্তারিত না করে মুল কাজের কথায় ফিরে আসি। কোন ভাবনা না ভেবে নিচের ধাপগুলো অনুসরণ করুন। দেখুন তাহলে >>>>>
আর লাইভ ডেমো দেখতে ভিজিট করুন আমার ব্লগে। Live Demo Here
- প্রখমে আপনার ব্লগে ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
- দ্বিতীয়ত ড্যাশবোর্ডে প্রবেশ করার পর ড্রাপডাউন মেনু হতে Pages Select করবেন।
- তার একটি পেজ ট্যাব Open হবে।
- সেখান থেকে আপনাতে New A Pages Select করতে হবে।
- New Pages Open হবে।
- তার আপনারা দুইটি অপশন দেখতে পারে Compose or HTML
- সেখান থেকে আপনারা প্রথমে HTML Select করবেন।
- Title ঘরে Sitemap লিখবেন এবং Content ঘরে নিচের কোড টুকু কপি পেষ্ট করবেন।
- সেভ করার আগে আপনাকে Compose mode ফিরে এসে পেজটি সেভ করতে হবে।
<link href="https://dl.dropboxusercontent.com/s/6ijo28ljl13wftf/theblogger911.blogspot.com.blogtoc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>
<script src="https://dl.dropboxusercontent.com/s/ojis1x3thbp59a2/theblogger911.blogspot.com.blogtoc.js
"></script>
<script src="http://www.bloggingjogot.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&alt=json-in-script&callback=loadtoc"></script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="https://dl.dropboxusercontent.com/s/3oo804bhfkdejfi/theblogger911.blogspot.com.accordblogtoc.js" type="text/javascript"></script>
- উপরের কোডের ভিতরে লাল চিহিৃত স্থানে আপনার ব্লগ সাটের URL বসাবেন।
ব্যস আপনার কাজ শেষ। আপনার আপনার সাইটের প্রবেশ করলে বুঝতে পারবেন যে আপনি সফল হয়েছেন।
আপনাদের সকলকে সার্বিক সহযোগিতা কামনা করে এই ভোর রাতে পোষ্ট লেখা থেকে বিরত নিলাম। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment