সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখা শুরু করলাম। কেননা আমরা যারা প্রতিনিয়ত অন্যানো ব্লগ সাইট বলেন আর ওয়েব সাইট ভিজিট করে থাকি। কিন্তু দেখা যায় যে ঐ ব্লগ সাইট বা ওয়েব সাইট কোন দেশ হতে ভিজিট করা হয় তা দেখা যায়। কারণে আসলে এটা কিভাবে সম্ভব। আমার ভাবতে অবাক লাকে আমার প্রিয় সাইট যদি কেউ ভিজিট করে তাহলে আমার সাইটে এমন একটি দেখা যায়। সেটা নিয়ে ভাবতে ভাবতে আজ আমি সেই ধরনের একটি ওয়েডগেট সাইটের সন্ধান পাই এবং সাথে উক্ত ওয়েডগেটটি কাজ লাগাই। তাই আমি আজ কথা বেশি না বাড়িয়ে আপনাদের সাথে মুল কাজের কথা আসতে চাই। কি করবো এই বিষয়ে আপনাদের জন্য দু-এক কথা না লিখলে নয়। তাই এই মজার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। তাহলে কিভাবে আপনার সাইটে যুক্ত করবেন ধাপে ধাপে দেখুন>>>>
লাইভ ডেমো >> আমার ব্লগ হতে ঘুরে আসুন <<
কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন দেখুন>>>>
১// প্রথমত আপনাদের এই সাইটে প্রবেশ করতে হবে।২// নিচের এই চিত্রে মত একটি পেজ ওপেন হবে।
৩// উপরের চিত্রের মত সকল অপশনগুলো নির্বাচন করতে হবে।
৪// তার পরে নিচের চিত্রে Go বাটনের ক্লিক করতে হবে।
নোট : একটি বিষয় খেয়াল রাখবেন যখন আপনি ফ্রি Feedjit live traffic widget Template নির্বাচনের ক্ষেত্রে আপনাকে Blogger blog ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
দ্বিতীয় থাপে আপনাকে যা করতে হবে।
প্রথমত আপনার ব্লগ সাইটে ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে।
দ্বিতীয়ত আপনাকে ড্যার্শবোর্ড হতে ড্রাপডাউন বাটন হতে লেআউট মেনু নির্বাচন করতে হবে।
তৃতীয়ত আপনাকে লেআউট মেনু হতে Add Gadget নির্বাচন করতে হবে।
চতুর্থত আপনাকে HTML/JavaScript নির্বাচন করে Content এর খালি ঘরে নিচের কোডটুকু কপি করে পেষ্ট করতে হবে।
<script type="text/javascript" src="http://feedjit.com/serve/?vv=1512&tft=3&dd=0&wid=0598392f8595c110fae7af01c7f3d877&pid=0&proid=0&bc=EFF7F1&tc=0E0F0E&brd1=948B94&lnk=F70D0D&hc=113EF0&hfc=F7FCF8&btn=BAAB00&ww=288&wne=10&srefs=1"></script><noscript><a href="http://feedjit.com/">Live Traffic Stats</a></noscript>
পেষ্ট করার পরে আপনি লেআউটটি সেভ করে বের হয়ে আসবেন।
>> তাহলে আপনার আজকের কাজ এখানে শেষ। নিশ্চিত হওয়ার জন্য আপনার ব্লগ সাইটটি রিফ্রেস করে দেথতে পারবেন আমি আশা রাখি। আপনাদের সকলকে মধ্য রাতে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment