বন্ধুরা আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হলাম। আমরা অনেক সময় আমাদের প্রিয় ব্লগে এসইও করার কথা ভাবি। কিন্তু কিভাবে করবো সেটা বুঝতে পারি না। তাই আপনাদের আর ভাবার প্রয়োজন নাই। ছোট একটু কোডিং এর মাধ্যমে আপনারা আপনার প্রিয় ব্লগে এসইও করতে পারবেন। আপনার প্রিয় ব্লগে কিভাবে এসইও করবেন দেখুন? তাই নিচের চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন।
### আপনার প্রিয় ব্লগে কিভাবে এসইও করবেন?
১// প্রথমে আপনার প্রিয় ব্লগ সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।
২// তার পরে আপনার ব্লগে ড্রাপডাউন মেনু থেকে টেমপ্লেট নির্বাচন করে HTML নির্বাচন করবেন।
৩// তার পর </body> খুজে বের করে নিচের কোড টুকু কপি করবেন এবং </body> এর উপরে পেষ্ট করবেন।
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function() {
$('img').each(function(){
var $img = $(this);
var filename = $img.attr('src')
$img.attr('title', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
$img.attr('alt', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
});
});
//]]>
</script>
৪// সর্ব শেষ টেমপ্লেট সেভ করবেন। ব্যাস আপনার এখনকার শেষ।
তাই আর বেশি কিছু লিখলাম না। পোষ্টটি যদি পড়ে আপনাদের একটু সহযোগিতা করতে পারি তাতে আমার লেখা স্বার্থক। আজকের মত এখানে থেকে বিদায নিলাম। আল্লাহ হাফেজ।
0 comments:
Post a Comment